যে মানুষ সময়
থাকতে ঘাম ছড়াবে না । সে পড়ে চোখের জল ঝরাবে । যে তার জীবনকে
অন্যের সাথে তুলনা করবে সে সবসময় কান্নায়
করবে । আর
যে নিজেকে পরিবর্তন করে পরিশ্রম করবে সে সবার থেকে
আগে চলে যাবে । আপনি
একা নয়, যেদিন
তার সফলতা পাবার জন্য পরিশ্রম করেছেন , আপনি
একা নয় যে একবার নয়, বারবার
সফলতা পেয়েছে । আপনি
একা নয়, যেভাবে
আমার ভাগ্যটাই খারাপ হয়েছে । যারা
রেসে অংশ নেয়, সেখানে
সবাই দৌড়ায় তাদের সর্বোচ্চ চেষ্টা করে জয়ী
হওয়ার জন্য
কিন্তু যদি কেবলমাত্র একজনের জয়ী
হয় ।
সফল হওয়ার জন্য
জেদের প্রয়োজন । হতে
পারে লোক আপনাকে পাগল বলবে । তাহলে বুঝে
নেবেন সফলতা প্রথম পদক্ষেপ নিয়েছিলেন । আর
আপনার বিশ্বাস রাখবেন এই যে একদিন
আপনার ভালো সময় আসবে । আজ যারা তোমাকে ছোট করছে একদিন তারাই আসবে তোমার সঙ্গে হাত মেলানোর জন্য । জানিয়ে
রাস্তা অনেক কঠিন আর আপনাকে অনেক
বেশি কষ্ট করতে হবে ।
যদি ভাবেন সফলতা সামনে আসতে অনেক কষ্ট হচ্ছে, তাহলে শুধু এটাই ভেবে দুঃখী হতে থাকবেন । নিজের তুলনা অন্যের সাথে করা বন্ধ করে নিজের উপরে মনোযোগ দেবেন । জীবনের সফলতা কেবল বড় বড় চিন্তা থেকে আসে না বরং চিন্তাগুলোকে এপ্লাই করে আসে । যখন আপনি আপনার চিন্তাগুলোকে বাস্তবে রূপ দেবার চেষ্টা করবেন তখন রাস্তায় বাধা আসবে শুরু করবে । যদি পরিস্থিতি ভালো হবার অপেক্ষা করেন তাহলে সারাজীবন অন্যকে সফল হতে দেখতে থাকবেন । আর যখন অন্য কেউ কিছু করে নেবে তখন আপনি ভাববেন যদি এটা আমি আগে করতাম ।
বন্ধুরা আপনার ও আপনার সফলতা
মাঝে অনেক বড় দেওয়াল আছে । লোকে
কি বলবে, যাই হোক না কেন আপনি
চেষ্টা করলে অন্তত নিজেকে এটা বলতে পারবেন আপনি
করেছেন । কিন্তু
যদি কোনো রকমের চেষ্টা না করেন
এবং লোকের কথা ভেবে আপনি যদি সুযোগ হাতছাড়া করেন তো লোক আপনাকে
বলবে আপনার দ্বারা
হবে না । আপনার
মত সাধারন মানুষ বিশ্ব রেকর্ড করে ফেলছে । আর আপনি আপনার একটা স্বপ্ন পূরণ করতে পারবেন না । যদি
কখনো আপনার মনে যে আমার দ্বারা
হবে না । তাহলে আয়নার
সামনে দাঁড়িয়ে নিজেকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে আমার দ্বারা কেন হবে
না ? জবাব
আপনি পেয়ে যাবেন । অনেকে বলে আমার ভাগ্য খারাপ । যদি আপনি এমনটা ভাবে
নিজের সম্পর্কে
তবে আমি বলি আসলেই আপনার ভাগ্য খারাপ ।
আপনি কী জানেন পৃথিবীতে
এমনো মানুষ আছে যারা
কথা বলতে চাই কিন্তু তাদের মুখে ভাষা নেই । যারা স্কুলে যেতে চায় কিন্তু তাদের ঘরে খাবার নেই । পৃথিবীতে
এমন কোন জিনিস নেই যে খারাপ হয়
না, আর যাকে সঠিক করা যায় না । আপনার পরিশ্রম দ্বারা আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন ।আর যদি সারা
জীবন এটা ভেবে বসে থাকেন যে, আমার
ভাগ্য খারাপ তাহলে বিশ্বাস করুন এই পৃথিবীতে আপনার
থেকে ভাগ্য খারাপ সত্যি কারোও নেই ।
সৃবশেষে আপনাদের
এটাই বলব যে আপনার রাস্তায় আসা প্রতিটি বাঁকে পার করুন নিজের সফলতার জন্য এত সময় ব্যায় করুন যাতে
অন্য কিছু ভাবার সময় না থাকে । আর এতটা পরিশ্রম
করুন যেন পড়ে ভাবতে না হয় যে
যদি আমি ওই সময় আর
একটু পরিশ্রম করতাম তাহলে আজ আমার ভাগ্যটাই
অন্যরকমের হত । আপনি পরিশ্রম করুন সফলতা আপনার পা এর নিচে
আসবে ।
1 Comments
I achieve to knowledge.
ReplyDeleteThanks for your advice.