বন্ধুরা বুক মানে বই ।এই শব্দটি আমাদের মনে একটি আলাদা গুরুত্ব রাখে । কারণ কিছু বই আমাদের জীবনের ছোট থেকে বড় হওয়ার সঙ্গী হয়ে দাঁড়ায় । কিছু বই আমাদের উন্নত করে তোলে ,কিছু বই আমাদের অন্ধবিশ্বাসে দিকে টেনে নিয়ে যায় । তেমনই কিছু বই আমাদের জীবনকে সাকসেসফুল বানাতে সাহায্য করে।
তাই আজকে আমরা এমন কিছু অদ্ভুত বইয়ের সম্পর্কে জানতে চলেছি । যেগুলোকে অদ্ভুত বললে চলবে না এগুলো রহস্যে ভরপুর ।যে বইগুলোকে আপনারা পড়তে পারবেন কিনা তা আমি জানিনা । তবে এইটুকু বলতে পারি এই বইগুলি রহস্য আপনাকে ভীষণ ভাবে আকৃষ্ট করবে ।
The ripley scroll book
পনেরশো শতাব্দী এক সাধুর নাম থেকে এই বইটির নামকরণ করা হয়েছে । যার নাম ছিল রেপ্লি। প্রাচীনকাল থেকে মানা হয় এটি আসলে একটি যাদুবিদ্যার বই ।এই বইতে বলা হয় কিভাবে একজন চিরজীবী হতে পারে । একজন মানুষ কিভাবে অমরত্ব পেতে পারে । কিভাবে একজন অমরত্তের সন্ধানে ইউরোপ প্রদর্শন করেছিল । এবং তার পাশাপাশি কিভাবে রূপান্তরকরণ বিদ্যা শেখা যায় তাও এই বইতে রয়েছে । রূপান্তরকরণ বিদ্যা হল এমন একটি বিদ্যা যার দ্বারা কোন প্রাণীকে নিজের থেকে অন্য রূপে পরিবর্তন করা যায় । আর এই বইটিতে একটি জাদুর কথা উল্লেখ রয়েছে যা সাহায্যে পরশপাথর তৈরি করা যায় ।এই পরশপাথর সাহায্যে কোন সাধারন পাথরকে সোনায় পরিবর্তন করা যায় এই বইটিতে বলা হয়েছে যে ব্যক্তিটি সম্বন্ধে এই বইটি লেখা হয়েছিল তিনি হয়তো অমরত্তের সন্ধান পেয়ে গেছে ।আর সে অমর হয়ে আমাদের সাথে জীবন যাপন করে চলেছে । বইটি প্রকৃতপক্ষে রূপকথার মনে হলেও লেখোকের অনুযায়ী বইটি সত্তিকারের ছিল । কিন্তু বৈজ্ঞানিক অর্থের কল্পবিজ্ঞানের কাছে অমরত্ব বিষয়টা গ্রহণযোগ্য হলেও পরশপাথর বিষয়টি গ্রহণযোগ্য নয় ।
The voynich manuscript
দ্য ভয়নিচ মানুস্ক্রিপট এমন একটি বই আজ পর্যন্ত কেউই পড়তে পারেনি।এমনকি গবেষকেরা পড়তে পারেনি । এই বইটির লেখক কে তা আজও পর্যন্ত জানা যায় নি । বইটির নাম লেখক এর নিজের নামে রাখা হয়েছে । হাজার 909 থেকে 1912 সালের মধ্যে কোনো এক সময় এই বইটি গবেষকদের হাতে আসে । এই বইটি পুরোপুরি মানুষের হাতে লেখা হয়েছে এবং এই বইয়ের পাতায় বিভিন্ন ধরনের গাছের পাতার ছবি আঁকা রয়েছে । যে গাছ গুলো আজ পর্যন্ত কোন মানুষের চোখে পড়েনি । এই বইটিতে আরও বিভিন্ন ধরনের অদ্ভুত ছবি আঁকা রয়েছে যেমন ধরুন অনেকগুলো মহিলা একসঙ্গে নেফ্রদিয়াম বা যৌনসঙ্গম এর মধ্যে রয়েছে । এবং এই বইটিতে আঁকা রয়েছে অনেকে শ্রমিকের ছবি । এসব কারণেই এই রহস্যময় বইটিকে পড়বার জন্য অনেক পাঠক কোটি কোটি টাকা খরচ করতে রাজি হয়েছে ।
আজকের আয়োজন এতোটুকুই রহস্যময় বই নিয়ে আরও একটা আর্টিকেল পাবলিশ করা হবে । তা আপনি যদি এ ধরনের আর্টিকেল ইন্টারেস্ট হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন ভাল থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ।
3 Comments
Hii
ReplyDeleteঅসাধারণ
ReplyDeleteঅসাধারণ
ReplyDelete