আত্মহত্যার খেলা- যে গেম খেললে আপনার মৃত্যু হতে পারে !!!


  গেম মানুষের বিনোদনের অন্যতম একটি মাধ্যম কিন্তু এই বিনোদনের মাধ্যম যদি কখন মৃত্যুর কারণ হয়, তবে কতটা ভয়ানক হবে ভাবুন ।

2015 সালের বাইশে নভেম্বর রাশিয়ার রিনা পালেনকোভা নামে একটি মেয়ে সোশ্যাল মিডিয়াতে একটি সেলফি পোস্ট করেন আর ক্যাপশনে লেখেন "নেয়া বাই" আর ঠিক সেই দিনই মেয়েটি সুইসাইড করে । রিনার এই পোস্টটি সে সময় সোশ্যাল মিডিয়ায় একটি রহস্য সৃষ্টি করে । তা ঠিক কিছুদিন পর ক্রিসমাসের দিনে অ্যাঞ্জেলিনার আমাকে একটি মেয়ে ঠিক একই ভাবে সুইসাইড করে । পরপর দুটি সুইসাইড সবাইকে ভাবিয়ে তোলে যখন সবাই তাদের মৃত্যুর রহস্য জানার জন্য তাদের সোশ্যাল মিডিয়া চেক করে তখন তারা দেখতে পান দুজনেই এ "f57" নামে একটি গ্রপের সাথে যুক্ত আর তারই ধারাবাহিকতায় 2017 সালে ইন্টার্নেট জগতে প্রকাশ পায় সুইসাইড এর  নতুন একটি নাম "Blue Whale" গেম এটা সাধারন কোন ভার্চুয়াল গেম না এটা হল রিয়েল লাইফের সুইসাইডর গেম শুধুমাত্র রাশিয়ায় এই গেমটির ভিকটিম রয়েছে 130 জন এমনকি ইন্ডিয়া ও বাংলাদেশের এ গেমসে ভিকটিম রয়েছে ।

এছাড়া আরও ইন্টারনেটে অনেক গেম আছে যেগুলোকে মরণ খেলা বলে। 

চার্লি চার্লি পেন্সিল গেম এটা সাধারন কোন গেম নয় । গেমটিতে একটি মানুষ আত্মার সঙ্গে খেলে এ সম্পর্কে ইন্টারনেটে অনেক আর্টিকেল আছে তাছাড়াও সাম্প্রদায়িক হোয়াটসঅ্যাপে ভাইরাল একটি চ্যালেঞ্জিং গেম মম চ্যালেঞ্জ এইটাও সুইসাইড গেম হিসেবে ধরা হয় ।

Post a Comment

1 Comments