বিশ্ব অর্থনীতি এক সুতায় গাঁথা । তাই আমেরিকার মন্দা অন্যান্য দেশে ছড়িয়ে পড়তে খুব বেশী সময় লাগেনি ।সেই অর্থনৈতিক মন্দায় বহু প্রতিষ্ঠিত হয়ে যায় । তখন আমেরিকার জনগণ বড় বড় ব্যাংক এবং সরকারের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে । কারণ বহু পুরনো কেন্দ্র নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থার কারণেই এই ধর্মে ছিল ।এরকম পরিস্থিতিতে এক নতুন ধরনের মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটে যার নাম ক্রিপ্টোকারেন্সি । আর এই ক্রিপ্টোকারেন্সি প্রথম পরীক্ষামূলক মুদ্রা হল বিটকয়েন । সকল ধরনের আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক এবং সরকারি হস্তক্ষেপ এড়িয়ে স্বাধীন অর্থব্যবস্থা পরিচালনার জন্য বিটকয়েনের জন্ম হয়েছিল । এই অর্থ গুটিকয়েক ব্যক্তির হাতে সীমাবদ্ধ নয় । বরং সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা অসংখ্য ব্যক্তির কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে বিটকয়েন নিয়ন্ত্রিত হয় ।
2008 সালের 18 আগস্ট bitcoin.org ওয়েবসাইটটি নিবন্ধিত হয়েছিল । সে বছর নভেম্বরে সাতোশি নাকামোতো ছদ্মনামে একজন বিটকয়েন কি ? এবং কিভাবে কাজ করে সে সম্পর্কিত একটি আর্টিকেল প্রকাশ করেন । 2009 সালে সাফিনা নামের এক ব্যক্তিকে 10 বিটকয়েন প্রদানের মাধ্যমে বিটকয়েন লেনদেনের সূচনা করেন ।
বিটকয়েন হলো peer-to-peer ব্যবস্থা ।অর্থাৎ প্রেরক এবং প্রাপক এর কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে সরাসরি বিটকয়েন লেনদেন সম্পন্ন হয় ।
ক্রিপ্টোগ্রাফি দ্বারা লেনদেনের সত্যতা যাচাই করা হয় । বিটকয়েনের ক্রিপ্টোগ্রাফি ব্লকচেইন এর মাধ্যমে সম্পন্ন হয় । ব্লকচেইন হলো এক ধরনের উন্মুক্ত হিসেবের খাতা । যেকোনো ব্যক্তি চাইলেই দুর্নীতিবাজ ব্যাংকারের মত হিসেবে গরমিল করতে পারবেনা । নতুন উৎপাদন করার জন্য অত্যন্ত জটিল কমপিউটিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় যাকে বলা হয় মাইনিং । কয়েক বছর আগেও সাধারণ বাসাবাড়ির কম্পিউটারেই মাইনিং করা যেত । কিন্তু বর্তমানে বিটকয়েন মাইনিং করে লাভজনক অবস্থায় পৌঁছাতে কয়েক কোটি টাকা খরচ করে ছোটখাটো ডেটা সেন্টার গড়ে তুলতে হয় ।
0 Comments