হার না মানার গল্প – সফলতা আসবেই আসবে

একটি ঘরের মধ্যে চারটি মোমবাতি জ্বলছিলো মোমবাতিগুলো একে অপরের সাথে নিজেদের ভাষায় কথা বলতে শুরু করল প্রথম মোমবাতিটি বলল “ আমি শান্তি কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না বেশি করে আমি হুট করেই নিভে যাই তার কিছুক্ষণ পরে সত্যিই মোমবাতিটি নিভিয়ে গেলো

 দ্বিতীয় মোমবাতি তখন কথা বলতে শুরু করল দ্বিতীয় মোমবাতিটি বলল আমি বিশ্বাস শান্তিতে থাকার কোনো প্রয়োজনই দেখেছি না আমি এক্ষুনি নিয়ে যাবো এই কথা শেষ করার পর  দ্বিতীয় মোমবাতিটি আস্তে আস্তে নিভে গেল

 এবার তৃতীয় মোমবাতিটি সমস্তকিছুই দেখছিল  । তৃতীয় মোমবাতিটি বলল আমার নাম ভালবাসা শান্তি বিশ্বাস এখানে নেই সেখানে কি আর আমি বেশিক্ষণ টিকে থাকতে পারি আমি বেশিক্ষণ টিকে থাকতে পারব না মানুষের আমাকে গুরুত্ব না দিয়ে দূরে সরিয়ে রাখে  । শান্তি আর বিশ্বাস না থাকলে মানুষ আমার কোন প্রয়োজন অনুভব করেনা মানুষ ভুলে যায় আমাকে তাই আমার থাকার কোনো প্রয়োজন নেই এই বলে তৃতীয় মোমবাতিটি নিভিয়ে গেল

 কিছুক্ষণ পর একটি শিশু প্রবেশ করল এর মধ্যে তিনটি মোমবাতি নিভে গেছে চতুর্থ মোমবাতিটি টিমটিম করে জ্বলছে শিশুটিকে প্রশ্ন ছুড়ে দিল তিনটি মোমবাতি নিভে গেছে তাহলে তুমি নিভে গেলে না কেন ?” দেখো চারপাশটা কত অন্ধকার এখন তো আমি সম্পুর্ন ভাবে দেখতে পাচ্ছি না যেন অন্ধকার ফিরে এসেছে আমাকে নিতে ।

এর পর শিশুটি কাঁদতে শুরু করল তখন মুখ খলল বলল ভয় পাচ্ছ কেন ? আমি যতক্ষণ আছি তোমার কোন ভয় নাই তুমি চাইলেই আমাকে দিয়ে বাকি মোমবাতিগুলো  আবার জ্বালিয়ে দিতে পারো ছেলেটি তখন তার নাম জিজ্ঞাসা করল তোমার নাম কি ?  তখন চতুর্থ মোমবাতিটি বলল আমার নাম আশা  । সবাই ছেড়ে চলে যায় কিন্তু আমি কাকে ছেড়ে যায় না আমি জেগে থাকি আমি জলে থাকি প্রত্যেকটি মানুষের মধ্যে ঠিক এইভাবে  । তুমি চাইলে আমাকে দিয়ে বাকি তিনটি মোমবাতিকে আবার জ্বালিয়ে দিতে পারো আবার ঘরটিকে আলোয় আলোকিত করে নিতে পারো গল্পটি একটি রূপক গল্প  । রূপকথার গল্পের মধ্যে লুকিয়ে আছে আমাদের অনুপ্রেরণা রীতির শব্দ সেটি হল আমাদের আশা সবসময় জেগে থাকে সেই আশাতেই আমাদের বাকি সমস্ত কিছুকে চালিয়ে নিতে হবে আমাদের চারপাশে অনেক সময় ঘটে নানা অঘটন, নানা সমস্য

 আমি জানিনা আপনি আমার এই গল্পটি এখন কি অবস্থায় দেখছেন বা কি অবস্থায় পড়ছেন ।  আমি জানিনা আপনার মধ্যে এখন কোন কোন সমস্যা গুলি বাসা বেধেছে আমাদের মধ্যে ভালোবাসা রয়েছে কিনা, শান্তির বিশ্বাস আপনাকে ছেড়ে চলে গেছে কিনা কিন্তু আমার বিশ্বাস আপনার আসা আপনাকে ছেড়ে যায়নি যদি তাকে দিয়ে আবার মতন আশায় বুক বেঁধে আপনি আপনার জীবনের ঘরের নতুন করে আলো জ্বালিয়ে দিতে পারেন নিজেকে সুন্দর করে তুলতে পারেন  । 

 

Post a Comment

0 Comments