চাঁদ ও এলিয়ের এর রহস্য

 


চাঁদের গায়ে কালো ছোপ ছোপ দেখা যায় সেই সময় সে গুলোকে সামুদ্রিক প্রাণী বলে মনে করা হতো । পৃথিবীর সমুদ্রের মতো নাকি সেখানে নানা ধরনের প্রাণী কিচকিচ করত । চাঁদের বুকে সেই সময় সমুদ্রের নামকরণ করা হয় লুনা মারিয়া ল্যাটিন ভাষায় মারিয়া অর্থ সমুদ্র । চাঁদের বুকে যে কালো ছোপ দেখা যায় তা আসলে আগ্নেয়শিলা ।

 হলিউডের সিনেমা প্রায়ই এলিয়েনদের দেখা যায় ।গায়ের রং সবুজ বিশাল মাথা । লম্বাটে মুখ চকচকে সবুজ কালো চোখ ও আঙ্গুলগুলো গুলো বড় বড় । অনেক বছর আগে বিজ্ঞানীরা হর্সল মঙ্গল গ্রহের প্রাণীদের কথা প্রকাশ করে । তার বিশ্বাস ছিল মঙ্গলবার হবে মানুষের চেয়ে অনেক লম্বা ।ভিনগ্রহের প্রাণীদের বুদ্ধিমান প্রাণী আছে অনেক অদ্ভুত তথ্য । 

বুধ গ্রহ সূর্যের কাছে অবস্থান করে বলে সেখানে নাকি অদ্ভুতধরনের জীবের বাসা । আবার শনি গ্রহের প্রাণী নাকি অনেক স্মার্ট হয়ে থাকে । 

 1848 সালের দিকে থমাস দিক সৌরজগতের কতজন ভিনগ্রহের প্রাণী আছে তা নিয়ে একটি বিশেষ আদমশুমারি মানে এলিয়েন শুমারি করে ।যুক্তরাজ্যে তখন 280 জন বসবাস করত । প্রতি বর্গমাইলে ইংল্যান্ডের সাথে তুলনা করে তিনি দাবি করেন মহাশূন্যে প্রায় 22 হাজার কোটি এলিয়েন বাস করে । 15 বছরের ধারণা করা হচ্ছে দুরের ইউরোপ গ্রহে প্রাণের উপস্থিতি আছে ।

 ইউরোপা বৃহস্পতি গ্রহের কক্ষপথ প্রদক্ষিণ করে । আর অ্যানসার শনির একটি উপগ্রহ ।জ্যোতির্বিজ্ঞানী ও গবেষকদের ধারণা ছায়াপথে প্রাণ ধারণের উপযোগী 40 বিলিয়ন গ্রহ থাকতে পারে ।বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর বাইরে এক্সোপলানেটস বেশি প্রাণ ধারণের সুযোগ রয়েছে ।

 এক্সোপলানেটস নক্ষত্র থেকে খুব বেশি দূরে অবস্থান করে না । যে কারণে এসব এক্সোপলানেট এই প্রাণের উৎস থাকার সম্ভাবনা বেশি ।

 আজকের আয়োজনে এতোটুকুই আমরা নিয়মিত এ ধরনের আর্টিকেল পাবলিস্ট করে থাকি তাই নিয়মিত এধরনে আর্টিকেল পেতে আমাদের সাইটটি ভিজিট করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ।

Post a Comment

0 Comments