ধনী হওয়ার রহস্য - বিল গেটস যেভাবে ধনী হয়েছে

 



বিল গেটস যিনি এক সময় পৃথিবীর সবথেকে ধনী লোক ছিলেন । ওনাকে একটি ইন্টারভিউতে একটি মেয়ে জিজ্ঞেস করে আপনার ধনী হবার রহস্য কি ? কারন আমিও আপনার মতো ধনী হতে চাই । তখন বিল গেটস উনার পকেট থেকে একটা  ব্ল্যাংক চেক বের করে সাইন করে মেয়েটিকে দিয়ে দেয় । আর বলে তুমি তোমার ইচ্ছে মত এমাউন্ট এখানে বসিয়ে নাও । তাহলে তুমিও ধনী হয়ে যাবে  । তখন ঐ মেয়েটি ব্ল্যাংক চেকটি বিল গেটসকে  ফিরিয়ে দেয় আর বলে । আমি পরিশ্রম করে ধনী হতে চাই । আর পুনরায় একই প্রশ্ন করেন যে আপনার ধনী হবার রহস্য কি ?

 আবারও বিল গেটস চেকটি কে মেয়েটিকে দেয় । আর মেয়েটি ব্ল্যাংক চেকটি বিল গেটসকে আবার ফেরত দিয়ে দেয় । আর পুনরায় একই প্রশ্ন জিজ্ঞেস করে । কিন্ত বিল গেটস চেকটি আবার মেয়েটিকে দেয় । কিন্তু মেয়েটি পুনরায় চেকটি তাকে ফেরত দেয় । আর শেষ বারের মতো মেয়েটি আবার বিল গেটস  কে বলে ,যে স্যার আপনি কেবল আমাকে ধনী হবার রহস্য বলে দেন ।

তখন বিল গেটস একটু হেসে বলে তোমার সামনে এখনই তিনটে সুযোগ ছিল ধনী হবার । কিন্তু তুমি চেক টা ফেরত দিয়ে তিনটি সুযোগেই নিজের হাতে নষ্ট করেছ । আর আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে এই সুযোগগুলোকে আমি কখনোই হারাতাম না ।

 বন্ধুরা বিল গেটস আমাদের এটাই বোঝাতে চেয়েছেনযে তিনি কখনোই কোনো অপরচুনিটি কে ছাড়ে নাআর এটাই ওনার সফলতা রহস্য । পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা এই অপরচুনিটি ছাড়া তো দূরের কথা এটাকে চিনতে পর্যন্ত পারে না । কারণ এরা না নতুন কিছু ভাবে, না নতুন কিছু করার সাহস রাখে । আর পৃথিবীর সব ধনী লোকগুলো অন্য কোন গ্রহ থেকে আসে নি, আর না এদের কাছে ভাবার জন্য চার-পাঁচটি মাথা থাকে । এরাও আপনারও আমার মত সাধারন মানুষ । কেবল পার্থক্য হলো এরা একটু আলাদা ভাবে চিন্তা করেআমি এটা বলছি না যে জীবনে টাকার সম্পত্তি সবকিছু । কিন্তু জীবনের বাস্তবতায় হল টাকাই অনেক কিছু । আপনাকে টাকা পেছনে ছুটতে হবে না । কিন্তু আপনি নিজেকে এতটা শক্তিশালী অবশ্যই তৈরি করুন যাতে কখনোই কোনো কাজের জন্য কারো কাছে হাত পাততে হয়যখন মানুষের কাছে টাকা থাকে না তখন সে টাকা ইনকাম করার জন্য পাগল হয় । আর যখন তার কাছে টাকা চলে আসে তখন সেটাকে নষ্ট করার জন্য পাগল হয়ে যায়আপনি কিভাবে টাকা ইনকাম করেন, কত টাকা ইনকাম করে্‌ সেটা থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার ইনকাম করা টাকা কিভাবে ম্যানেজ করেন ।

 যারা নতুন অপরচুনিটি গুলিকে বুঝতে পারেনা নতুন আইডিয়াতে কাজ করতে পারেনা টেকনোলজি সময়ের সাথে চলতে পারে না । এরা আগামী দিনে নিজের সমস্ত সম্পত্তি কে হারিয়ে ফেলবেআজকাল নতুন কিছু শিখেই আপনি সফলতার জন্য নতুন রাস্তা খুলতে পারেন । কিন্তু বেশিরভাগ লোক পরিবর্তন কে ভয় পায় । নতুন কিছু করতে ভয় পায়তাই আপনিও যদি আগামী দিনে নিজেকে ধনীদের লিস্টে আনতে চান, আপনার স্বপ্ন গুলোকে পূরণ করতে চান । তাহলে জীবনের সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করুন , আপনার চারপাশের অপরচুনিটি গুলোকে চিনুন । সেটাকে বোঝার চেষ্টা করুন আর কখনোই কোনো অপরচুনিটি কে ছাড়বেন না  । কারণ আপনি নিজেই জানেন না আপনার কোন সিদ্ধান্তটা আপনার জীবনটাকে বদলে দেবেসবশেষে বিল গেটসের একটি বার্তা দিয়ে শেষ করতে চাই যদি আপনি গরীব হয়ে জন্ম গ্রহণ করে থাকেন তাহলে সেটা আপনার দোষ নয় । কিন্তু যদি আপনি গরীব হয়ে মারা যান তাহলে তার জন্য কেবলমাত্র আপনি দায়ী


Post a Comment

0 Comments