আজকের গল্পটি সাধারন কোন মানুষের সম্পর্কে নয় । এটি এমন একটি মানুষের সম্পর্কে যিনি টাইম ট্রাভেল করেছেন যার নাম জন টাইটর ।
গল্পের সূত্রপাত হয়েছিল 2000 সালে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে । পোস্টটি করেছিলেন জন টাইটর পোস্টটিতে লেখা ছিল
" অমি জন টাইটর আমি একজন টাইম ট্রাভেলার বা সময় যাত্রী , আমি 2031 সাল থেকে এসেছি । আমি 1987 সালে গিয়েছিলাম একটি কম্পিউটার নিতে আমি একজন Army কম্পিউটার 31 সালে খুব দরকার তাই সেটিকে নিতে আমি Past এ গিয়েছিলাম । কম্পিউটারটি আমার দাদা বানিয়ে ছিলো । আমি Past দেখার জন্য 2000 সালে আটকে গিয়েছি "
কিন্তু তার কথা সে সময় প্রথমে মানুষ বিশ্বাস করতে চাইনি । অনেকে কমেন্ট করেছিল যদি তুমি সময় যাত্রী হও তার প্রমাণ কি? তখন তিনি টাইম ট্রাভেল মেশিনের ছবি পোস্ট করেছিলেন । আর এটাও বলেছিলেন ফিউচারে ভিশন একটি ভূমিকম্প হতে চলেছে তা ঠিক কিছুদিন পর সত্যি সত্যি ভূমিকম্প হয়েছিল ।এভাবে তিনি অনেকগুলো ভবিষ্যদ্বাণী করেছিলেন তার ভিতরে ফিফটি পার্সেন্ট সত্য হয়েছিল ফিফটি পার্সেন্ট মিথ্যা হয়েছে ।
জন টাইটার ছাড়াও পৃথিবীতে আরো অনেকগুলো মানুষ নিজেকে সময় যাত্রী টাইম ট্রাভেলার বলে দাবি করেছিলেন । কিন্তু তারা কেউই স্ট্রং কোন প্রমাণ দিতে পারেনি ।
কিন্তু সত্যিকার অর্থে সাইন্স এখন পর্যন্ত টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার করতে পারেনি । আর এটা সম্ভব কিনা সে সম্পর্কেও কোন সঠিক তথ্য দিতে পারেনি । তবে কিছু কিছু বিজ্ঞানী মনে করে টাইম ট্রাভেলিং বা সময় যাত্রা করা সম্ভব । যদি কোন ব্যক্তি "Black Hole" যেতে পারে আর সেখানে যদি সে 10 সেকেন্ড থাকতে পারে তবে এই দশ সেকেন্ডের ভিতর পৃথিবীতে 25 বছর কেটে যাবে আর কিছু কিছু বিজ্ঞানী বলে টাইম ট্রাভেল করা কোনভাবেই সম্ভব নয় । কেননা কোনোভাবেই Black Hole যাওয়া সম্ভব না কেন Black Hole এমন একটি জায়গা যেখানে আকর্ষণ বলে অন্য সকল গ্রহকে ভেঙে চুরমার করে দেয় । তাই মানুষ কিংবা কোন স্যাটেলাইট সেখানে যাওয়া সম্ভব নয় ।
0 Comments